সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

লোহাগড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ১৪ অক্টোবর ২০২৪, ১৩:২৯
ছবি: যায়যায়দিন

নড়াইলের লোহাগড়ায় বিজয়া দশমীতে নবগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে।

গত ৯ অক্টোবর মহাষষ্টীর মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা পূজা শুরু হয়। এর পর যথাক্রমে মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচারাদি ও পূজা অর্চনার মাধ্যমে দুর্গা দেবীর করুণা প্রার্থনা করেন।

লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান বলেন, উপজেলায় এবার ১৩৯ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে লোহাগড়া পৌরসভায় ৩৯টি পূজা মন্ডবে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরের পর থেকেই দশমী উৎসবের অংশ হিসেবে থাকে সিঁদুর খেলা। সনাতন ধর্মের নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে উৎসবে মেতে ওঠেন। বিজয়া দশমীতে উৎসবের পাশাপাশি দেবীর বিদায়ে বিষন্নতাও কাজ করে ভক্তদের মনে।

রোববার বিকেল ৪টায় লোহাগড়া পৌর সভার বিভিন্ন মন্দির থেকে পুজামন্ডপগুলোর অধিকাংশ প্রতিমা লোহাগড়া জয়পুর পরশমনি মহাশ্মশান ঘাটে এসে জড়ো হয়। সেখানে বিশাল মেলা বসে। আনন্দ-উল্লাস শেষে সন্ধ্যায় শ্মশানঘাটের নবগঙ্গা নদীতে একে একে দেবী দুর্গা ও অন্যান্য দেব-দেবীর বিসর্জন দেওয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী, লোহাগড়া থানার ওসি মোঃ আশিকুর রহমান, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শংকর অধিকারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অরুপ কুমার চক্রবর্তী, কোষাধ্যক্ষ সঞ্জয় বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের পৌর সভাপতি কিশোর রায়, পূজা উদযাপন পরিষদের পৌর সাধারণ সম্পাদক সুদর্শন কুন্ডু, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর লোহাগড়া পৌরসভা সহ ১২ টি ইউনিয়ন ১৩৯ টি পূজা মন্ডপের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছেে। নিরাপদে নির্বিঘ্নে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে