সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

শাহজাদপুরে কৃষকের মাঝে রবি ও শীতকালীন ফসলের কৃষি উপকরণ বিতরণ 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ১৪ অক্টোবর ২০২৪, ১১:১৬
ছবি: যায়যায়দিন

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমের সরিষার বীজ ও সার প্রণোদনা কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জেরিন আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার শুভজিৎ রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলাম, শাহজাদপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এম এ জাফর লিটন ।

মৌসুমের রবি ফসল সরিষা, ভূট্টা, গম, এবং শীতকালীন পেঁয়াজ, মুগ-মুসর, সূর্যমূখী ইত্যাদি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে ১ কেজি সরিসা বীজ ১০ কেজি ডিএফ সার বিনামূল্যে বিতরণ করেন। ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাৃয় ১০২০০ জনকে সরিষা এবং অন্যান্য ১১ হাজার ৯০ জনকে প্রদান করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে