রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ইসলামপুরে প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি
  ১৩ অক্টোবর ২০২৪, ১৯:১৩
ছবি যাযাদি

জামালপুরের ইসলামপুরে প্রশাসনের করা নিরাপত্তার মধ্যে দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব।

কঠোর নজরদারি ও নিরাপত্তায় শেষ হয়েছে ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলীদের শারদীয় দু্র্গােৎসব।

দেশের বিভিন্ন স্হানের মতো উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

দুর্গাপূজায় মাকে বিদায় জানানোর জন্য ১৩ অক্টোবর সকাল থেকে মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা। শেষ বেলায় ঢাকের তালে ও বক্সে গান বাজিয়ে বর্ণিল আওয়াজে খুশিতে মেতে ওঠেন সকলে।

দুপুর থেকে ঢাক ঢোলের তালে পিক আপ, ট্রাক্টর, ভটভটি করে ছুটতে থাকে নদ নদীর তীরে।

ধুপ, মোমবাতি আর প্রদীপ বাতি দিয়ে মাকে প্রণামের পাশাপাশি ভক্তরা কামনা করেন এক বছরের সুখ ও শান্তি। এ সময় একে একে পানিতে বিসর্জন দেয়া হয় দেবী দুর্গাসহ সকল প্রতিমাকে।

এবার উপজেলা ১৫টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১৩ অক্টোবর ফকিরপাড়া পালিংঘাট ও পাথরঘাটা প্রতিমা গুলো বিসর্জন করা হয়।

বিজয়া দশমীর বিসর্জন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে এলাকার মোতায়ন করা হয় পুলিশ ও আনসার সদস্যদের।

এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ, উপ পুলিশ পরিদর্শক কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার, ইসলামপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন, গৌর নিতাই আশ্রম, (হরিসভা)পূজা মন্ডপের সভাপতি নয়ন চন্দ্র বন্দ, সাধারণ সম্পাদক দীপক বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফন্টের সাধারণ সম্পাদক পলাশ বন্দসহ আরো অনেকে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে