‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’, এই শ্লোগানকে সামনে নিয়ে পিরোজপুরের ইন্দুরকানীতে দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালিত হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইন্দুরকানি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মাদ আলীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি এস এম আলামিন, প্রণীসম্পদ কর্মকর্তা মহিউদ্দিন, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো:মারুফ হেসেন, উপজেলা সমাজসেবা অফিসার মাশহিদুল হক, পরিবারর পরিকল্পনা অফিসার সোহাগ হোসেন, শিক্ষা অফিসার মো: খলিলুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সদর ইন্দুরকানী উইপি চেয়ারম্যান মাসুদ করিম ইমন, উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ নুরুজ্জামান, উপজেলা রেডক্রিসেন্ট টিম লিডার সাব্বির হোসেন, উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপিত আবুল কালাম, প্রেস ক্লাব সহ সভাপতি শাহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান খান, সাংবাদিক খান নাছির উদ্দিন, এইচ এম বাশার, আলতাফ হোসেন, জিয়াউর রহমান, ছাইফুল ইসলাম প্রমুখ।
যাযাদি/ এসএম