শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

মিরপুরে বিএনপি’র এক বর্ধিত সভা 

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ১২ অক্টোবর ২০২৪, ১৮:৩৬
ছবি : যায়যায়দিন

কুষ্টিয়ার মিরপুরে বিএনপি'র এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে এবং উপজেলা বিএনপি’র প্রয়াত সাবেক সভাপতি আল-মামুনার রসুল বাবু খানের ২১ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে মিরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস।

উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, সাবেক প্রচার সম্পাদক বিল্লাল হোসেন ও সাবেক দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী। এসময় উপস্থিত ছিলেন, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মাসুদুল হক, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম কটা, বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মাহবুব আলম হারছেন, মালিহাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি নূরে আল আমিন বুলবুল, সাধারণ সম্পাদক আশাদুল হক, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রশিদ, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, তালবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খলিলুর রহমান জোয়ার্দ্দার, চিথলিয়া ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি আয়নাল বিশ্বাস, ধুবইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, কুর্শা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মকবুল হোসেন ডিলার, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, আমলা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মজিবার রহমান, সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন, আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক নজরুল ইসলাম নায়েব, চিথলিয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, সদস্য সচিব আতাউল হক এমদাদ, যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খাঁন জিল্লু, যুগ্ম আহবায়ক ইফতেখা আলম শিল্পু, নাসিরুজ্জামান রানা প্রমুখ। বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের আস্থাভাজন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে আমরা দলকে সূ-সংগঠিত করে এগিয়ে যাচ্ছি। আগামীতে মিরপুর-ভেড়ামারার উন্নয়ন করতে হলে বিগত সময়ের মত তার বিকল্প নেই। তার হাত ধরেই মিরপুর-ভেড়ামারা উপজেলা এগিয়ে যাবে।

সেজন্য আমাদের নেতার হাতকে আরো শক্তিশালী করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। আমাদের আদর্শের জায়গাকে আরও নিখুঁত করতে হবে। রাজনৈতিক চেতনাকে আরও শাণিত করতে হবে। কুষ্টিয়া জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারকে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা শুভেচছা ও অভিনন্দন জানান। সেই সাথে তাদের হাত ধরে কুষ্টিয়া জেলার আওতাধীন বিএনপি’র সকল ইউনিট ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে প্রয়াত বিএনপি নেতা বাবু খানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে