রাঙ্গাবালীতে পূজামন্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব
প্রকাশ | ১২ অক্টোবর ২০২৪, ১৫:৩৮
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালী রাঙ্গাবালীর পূজামন্ডপ ঘুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপ সচিব মোঃ আবু হাসান সিদ্দিক।
শুক্রবার বিকেলে উপজেলার চরমোন্তাজ স্লুইস বাজারের সার্বজনীন শ্রী শ্রী মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির সঙ্গে আইনশৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন এই কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট,মোঃ জিয়াউল হাসান সৌরভ,রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ এমারত হোসেন,রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃনজরুল ইসলাম, চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও চরমোন্তাজ আব্দুল সাত্তার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, চরমোন্তাজ পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু অবিনাশ,এডভোকেট জসিম উদ্দিন খান,চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্র ইনচার্জ মোঃ মাহাতাব চৌধুরী,চরমোন্তাজ ইউনিয়ন যুবদলের সভাপতি মো.মোশারফ দাদাল,চরমোন্তাজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃসোহেল মুন্সি,মোসা: রুনু খান প্রমূখ।
যাযাদি/এসএস