পূজামণ্ডপ পরিদর্শন করলেন বেবিচক চেয়ারম্যান

প্রকাশ | ১২ অক্টোবর ২০২৪, ১০:০১ | আপডেট: ১২ অক্টোবর ২০২৪, ১০:০৩

কামরুল হাসান বাবলু, বিমানবন্দর/দক্ষিণখান প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া রাজধানীর ঈর্শাল কলোনি পূজামণ্ডপ ও কাওলা মন্দির এবং তেজগাঁও মন্দির পরিদর্শন করেছেন। 

শুক্রবার (১১ অক্টোবর) বিকালে ও আগের দিন বৃহস্পতিবার রাতে এ দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পরিদর্শনকালে বেবিচক চেয়ারম্যান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি সবার সুখ, শান্তি ও মঙ্গল কামনা করে বলেন,  দুর্গোৎসব এর মাধ্যমে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুক থাকুক। এছাড়া, তিনি এই উৎসব শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (প্রশাসন), সদস্য (অর্থ), অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

যাযাদি/ এসএম