পাংশায় ১৮টি মন্দিরে আর্থিক সহায়তা দিলেন পূজা উদযাপন পরিষদ 

প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ২০:৪৬

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

রাজবাড়ীর পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ১৮ টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।  

শুক্রবার (১১অক্টোবর) রাতে পুজা  উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শনের সময় এ সহায়তা প্রদান করেন। 

এবারে উপজেলার ১০০টি পূজা মন্দির থেকে বাছাইকৃত অস্বচ্ছল ১৮টি পূজা মন্দিরে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রান্তোষ কুন্ডু,  সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস,  আহ্বায়ক কমিটির সদস্য নির্মল কুমার কুন্ডু, নিতাই দত্ত, স্বপন কুমার  ও পরিতোষ কর উপস্থিত ছিলেন। 

আর্থিক সহায়তা প্রাপ্ত মন্দিরগুলো হলো, পাংশা মহামায়া ভোলানাথ সার্বজনীন দুর্গা মন্দির, মৈশালা স্কুলপাড়া (শিব) সার্বজনীন দুর্গা মন্দির, নারায়ণপুর দক্ষিণপাড়া আদি শিব যুব সংঘ সার্বজনীন দুর্গা মন্দির, বাংলাপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, মাগুড়াডাঙ্গী পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, হাবাসপুর চরগোপালপুর সার্বজনীন দুর্গা মন্দির, হাবাসপুর সেবাশ্রম সার্বজনীন দুর্গা মন্দির,  হাবাসপুর ভাই ভাই  সার্বজনীন দুর্গা মন্দির, ভট্টাচার্যপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, হাটবনগ্রাম পশ্চিমপাড়া আদিবাসী সার্বজনীন দুর্গা মন্দির, বৃত্তিডাঙ্গা আদিবাসী পাড়া সার্বজনীন দুর্গা মন্দির, সাধনা সার্বজনীন দুর্গা মন্দির, মুন্সীপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, নিভা রতন মন্ডলের বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, আঁধারকোঠা বিশ্বাসবাড়ী সার্বজনীন দুর্গা মন্দির, যশাই সমসপুর সার্বজনীন দুর্গা মন্দির, চর দুর্লভদিয়া সার্বজনীন দুর্গা মন্দির, মালিপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির।

যাযাদি/ এসএম