দেশের সম্পদ লুন্ঠনকারীদের জনগণ ক্ষমা করবে না: ড. কর্ণেল অলি

প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ১৯:২৬

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

 চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়  চন্দনাইশ স্পোর্টিং ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল তিনটার দিকে  উপজেলার কাসেম মাহবুব উচ্চ বিদ‍্যালয় মাঠে চন্দনাইশ স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ অভিষেক ও প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম। সংগঠনের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক  আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে উদ্ভোধক ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ‍্যাপ্টারের প্রেসিডেন্ট বিএনপি নেতা এম এ হাশেম রাজু। প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রেসিডেন্ট এম এ হেলাল সিআইপি।

বিশেষ অতিথি ছিলেন, এলডিপির উপদেষ্টামন্ডলীর সদস‍্য অধ‍্যাপক ওমর ফারুক, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতার আলম, পৌর এলডিপির সভাপতি এম আইনুল কবির, ব‍্যাংকার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী আবু তৈয়ব, বিএনপি নেতা আয়ুব আলী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জনগনের সম্পদ লুন্ঠনকারীদের এদেশের জনগণ ক্ষমা করবে না। আমরা তাদের জন‍্য জীবনবাজি রেখে যুদ্ধ করিনি। তিনি আরো বলেন, শহীদ জিয়াকে স্বাধীনতা ঘোষনা করার জন‍্য আমিই উদ্বুদ্ধ করেছিলাম। উনি স্বাধীনতার ঘোষণা না করলে আমিই স্বাধীনতার ঘোষনা করতাম। পরবর্তীতে তাঁর নেতৃত্বে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। ম‍্যাচে অংশগ্রহণ করে চন্দনাইশ স্পোর্টিং ক্লাব বনাম পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলা ১-১ গোলে অমিমাংসিত থাকলে রেফারি দুই দলকে যুগ্ম চ‍্যাম্পিয়ন ঘোষনা করেন। ধারাভাষ‍্যে ছিলেন, মাষ্টার আব্দুল মন্নান এবং কে এম আমিনুল্লাহ। 

যাযাদি/ এসএম