শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

সৈয়দপুরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ১১ অক্টোবর ২০২৪, ১৯:২০
ছবি : যায়যায়দিন

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন। দুর্গাপূজাকে ঘিরে কোন অশুভ শক্তি যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না পারে সেজন্যই দলটি ওই সিদ্ধান্ত নেয়।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির দায়িত্বশীল সুত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনে যাতে কোন অপশক্তি যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেজন্য দলের সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিটি পূজামন্ডপে দলের নিজস্ব স্বেচ্ছাসেবী দল রাখতেও নির্দেশ দেওয়া হয়। দলটির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির নেতৃত্বে সৈয়দপুরের ৭৫ টি মন্ডপে স্বেচ্ছাসেবী কমিটি গঠন করা হয়। এতে জেলা বিএনপি ছাড়াও, থানা, পৌর, ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাতী দল, মৎস্যজীবি দল, শ্রমিক দল, শহীদ জিয়া পরিষদ, জিয়া মঞ্চের নেতাকর্মীদের নিয়ে মন্ডপ ভিত্তিক কমিটি করা হয়। তারা দুর্গাপূজার মহাষষ্ঠীর সকাল থেকে গভীর রাত পর্যন্ত মন্ডপে মন্ডপে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

দলের সুত্র জানায়, জেলা বিএনপির নেতৃত্বে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫৯টি এবং পৌর এলাকার ১৬টি পূজামন্ডপে দলের শীর্ষস্থানীয় নেতাদের নেতৃত্বে প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মন্ডপে মন্ডপে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করাসহ নজরদারি অব্যাহত রেখেছেন।

এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) সৈয়দপুর কেন্দ্রীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ওইদিন রাতে তাঁরা পূজামন্ডপ আসা সকলের সাথে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সেখানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন তারা। এতে বক্তব্য বলেন, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন ও সৈয়দপুর কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি রাজকুমার পোদ্দার রাজু। বক্তব্যে তারা বলেন, হিন্দু, মুসলিম কোন ভেদাভেদ নেই, আমাদের পরিচয় আমরা মানুষ। আমরা একে অপরের ভাই, আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। কোন ষড়যন্ত্রকারী অপশক্তি এ বন্ধন ছিন্ন করতে পারবে না। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, হায়াত আলী জাফরী, বিএনপি নেতা নজরুল ইসলাম লাল বাবু, হাফিজ খান, ওবায়দুর রহমান, পৌর বিএনপির সভাপতি রশিদুল হক সরকার, যুগ্ন সম্পাদক মো. সাহিদ, প্রচার সম্পাদক সোহাগ প্রামাণিক, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাকির হোসেন মেনন, মো: কামরান উদ্দিন প্রমুখ। এদিকে পৌর এলাকা ছাড়াও ইউনিয়ন পর্যায়ে দুর্গাপূজার মন্ডপে মন্ডপে পরিদর্শন করছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপিরসহ সভাপতি সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী, টিকেন্দ্রজিৎ রায় মিরু, জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ গুড্ডু, মহিলাদলের সভাপতি রওনক জাহান রেনু, সাধারণ সম্পাদক রুপা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বী সকলের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, আপনারা আমাদের ভাই, আমাদের বোন। আমরা একে অপরের আপনজন। কোন অশুভ শক্তি আমাদের সম্পর্ক ছিন্ন করতে পারবে না, জানিয়ে তারা বলেন, বিএনপি আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পরে তারা পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে