শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

নরসিংদীতে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আলোচনা সভা 

নরসিংদী প্রতিনিধি
  ১১ অক্টোবর ২০২৪, ১৯:০১
ছবি : যায়যায়দিন

আজ শুক্রবার (১১ অক্টোবর) বিশ্ব ডিম দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো- ' ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে মুক্তি'।

নরসিংদীতে এই দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে সকাল ১০ টায় শহরে রেলি প্রদর্শিত হয়। র‌্যালি শেষে জেলা প্রাণিসম্পদ বিভাগের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ডা. ছাইফুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত সভায় আলোচক হিসেবে ছিলেন, জেলা প্রাণিসম্পদ বিভাগের কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মাহবুবুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি কর্মকর্তা ডা. মো: আবু হানিফ, ট্রেইনিং কর্মকর্তা ডা. মারুফ রিজভী তালুকদার প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন - নরসিংদীর বিভিন্ন এলাকার খামারি, ওষুধ কোম্পানির প্রতিনিধি, ওষুধ বিক্রেতা এবং স্থানীয় ব্যক্তিবর্গ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে