বারহাট্টায় ৩০তম বিসিএস এসোসিয়েশন কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ১৭:২৪

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

নেত্রকোনার বারহাট্টায় আকস্মিক কংশ নদীর পানি বৃদ্ধি ও অতিরিক্ত বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার ৩০তম বিসিএস এসোসিয়েশনের উদ্যোগে রায়পুর ইউনিয়নে নৌকা যোগে  রত্নপুর ও সেমিয়া গ্রামে ১শ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 বিতরণকৃত ত্রান সামগ্রীর মধ্যে ছিল  চাল ৫ কেজি , আলু ১ কেজি, মসুর ডাল ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, মরিচের গুড়া ১ প্যাকেট, হলুদের গুড়া ১ প্যাকেট, মোমবাতি ২ পিছ, গ্যাস ম্যাচ ১টি, চিড়া ১ কেজি, মুড়ি ১ কেজি, স্যালাইন ৫পিছ, লবণ ৫০০ গ্রাম, সোয়াবিন তেল হাফ লিটার। 

বিতরণকালে অন্যদের মধ্যে ৩০তম বিসিএস প্রশাসন এসোসিয়েশনের এর পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান,  বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

 উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি বলেন, বারহাট্টা উপজেলায় ৩০তম বিসিএস এসোসিয়েশনের উদ্যোগে বন্যায় প্লাবিত  ক্ষতিগ্রস্ত  ১শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

যাযাদি/ এসএম