সলঙ্গায় বুপ্রেনরফিন ইনজেকশনসহ আটক ১

প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ১৭:০৩

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

সিরাজগঞ্জের সলঙ্গায় মাইক্রোবাসে মাদকদ্রব্য পরিবহনকালে ২৮৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক ও মাইক্রোবাস জব্দ করেছে র‍্যাব ১২ সদস্যরা।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে  গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব ১২ এর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এই তথ্য নিশ্চিত করে বলেন-গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ অক্টোবর রাত ৮টার সময় সদর কোম্পানির আভিযানিক দল ‘সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলের' নিউ মায়ের আচল হোটেলের সামনে বগুড়া হতে ঢাকাগামী মহাসড়কের উপর’মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। 

এসময় অভিনব কায়দায় মাইক্রোবাসের বডির সামনের দিকে নিচে পা রাখার খালী জায়গায় বিশেষভাবে নির্মিত বক্সের ভিতর থেকে ২,৮৭৫ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশনসহ' সুকুলা বাসকী কে আটক করে। এ সময় তার সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস,১টি মোবাইল ফোন ও নগদ ৫শত টাকা জব্দ করে। 

আটকৃত আসামি সুকুলা বাসকী (৩৩) দিনাজপুর জেলা সদরের কানাই (কর্ণাই চেহেল গাজী) গ্রামের মদন বাসকে এর ছেলে।
পরে আটক আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

যাযাদি/ এসএম