মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি রিসোর্ট থেকে শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদের (৬২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার রাধানগর এলাকায় অবস্থিত বালিশিরা রিসোর্টের একটি কক্ষের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তথ্য নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, সকালে শ্রীমঙ্গল বালিশিরা রিসোর্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বুধবার সরকারি সফরে মৌলভীবাজার আসেন সালাহ উদ্দিন মাহমুদ। তিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ছিলেন। পরে শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জেনারেল হিসেবে কর্মরত ছিলেন।
রিসোর্টের ব্যবস্থাপক (ম্যানেজার) আরিফুল ইসলাম জানান, বুধবার মৌলভীবাজারে পৌঁছে এসএমই ফাউন্ডেশনের কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন সালাহ উদ্দিন মাহমুদ। প্রোগ্রাম শেষে বুধবার সন্ধ্যার দিকে তিনি বালিশিরা রিসোর্টে যান। উনার সফরসঙ্গী মাসুদুর রহমান ও ড্রাইভার আরেক রুমে উঠেন। তারপর রাতে বাহিরের একটি হোটেলে খাওয়া দাওয়া শেষে ১০টার দিকে রিসোর্টে আসেন। সকালে উনার সফরসঙ্গী নাস্তার জন্য কল করেন। সাড়া না পেয়ে তিনি বিষয়টি রিসোর্টের ম্যানেজারকে জানান। সকাল সাড়ে ৮টার দিকে গিয়ে তার কক্ষ ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। কক্ষ বন্ধ দেখে রিসোর্ট কর্তৃপক্ষ শ্রীমঙ্গল থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কে খবর দিয়ে তাদের অনুমতি নিয়ে বিকল্প উপায়ে জানালা দিয়ে কক্ষে প্রবেশ করে তার মরদেহ দেখতে পায়। পুলিশ ঘটনাস্থলে এসে তার অবস্থা দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তারকে নিয়ে আসেন। তিনি পরিক্ষা-নিরিক্ষা শেষে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: আবু তালেব উপস্থিত ছিলেন। রাত ১০টার পর থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে যে কোনো এক সময় তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশের অবস্থা দেখে মনে হচ্ছে এটা স্বাভাবিক মৃত্যু। এছাড়া উনি হার্ট, কিডনি এবং ডায়াবেটিকসহ বেশ কিছু অসুখে ভোগছিলেন বলে উনার স্বজনা জানিয়েছেন। উনার কক্ষেও বেশ কিছু ওষুধ পাওয়া গেছে।
বৃহস্পতিবার শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের আরও কয়েকটি প্রোগ্রামে সালাহ উদ্দিন মাহমুদের অংশগ্রহণ করার কথা ছিল।
শ্রীমঙ্গল থানার ওসি যায়যায়দিনকে মুঠোফোনে বলেন, সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদের মেয়েসহ আত্মীয় স্বজনরা ঢাকা থেকে এসেছেন। সকল কার্যক্রম শেষে রাতে তার মেয়েসহ পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
যাযাদি/ এসএম