বাঁশখালীতে বিএনপি নেতা শাহজাহান চৌধুরীর পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান

প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ১৫:১৪

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন বাঁশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার কাথরিয়া ইউনিয়নের শীলপাড়া পূজামণ্ডপ ও জেলেপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। 

এ সময় পরিদর্শনকালে শীলপাড়া পূজামণ্ডপে ১ লাখ টাকা ও উপকূলীয় জেলেপাড়া পূজামণ্ডপে ৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। এর আগেও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

এ সময় পরিদর্শনকালে বিএনপি নেতা মনজুরুল হক, সাদুর রশিদ সিকদার, ওসমান গণী চৌধুরী, শেয়ার আলী, যুবদল নেতা অ্যাডভোকেট মোহাম্মদ মিজান, তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।'

পরিদর্শনকালে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের সকল মণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমার উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ভাইদের সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি। উৎসবমুখর পরিবেশে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্ভয়ে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে বিষয়ে আমরা সজাগ রয়েছি।'

তিনি আরও বলেন, ‘বাঁশখালী উপজেলায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই। আমাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। আমি আমার এলাকার সনাতনী ভাইদের জন্য নিজ উদ্যোগে নিরাপত্তার ব্যবস্থা করেছি। অতীতে বিএনপির আমলে সব ধর্মের অনুসারীরা নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করেছে। বর্তমানেও তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে।'

এ সময় পূজামণ্ডপ পরিদর্শনকালে পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন তিনি।'

যাযাদি/ এসএম