বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

আনোয়ারায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১০ অক্টোবর ২০২৪, ১৯:৩০
ছবি যাযাদি

চট্টগ্রামের আনোয়ারায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে পালিত হচ্ছে। উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে আনোয়ারায় ষষ্ঠী পূজা বুধবার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সপ্তমী পূজা পালিত হচ্ছে। সনাতনী ধর্মের লোকজন প্রতিটি পূজা মন্ডপে ভিড় করছে। আনোয়ারা উপজেলায় সার্বজনীন ও ঘট পূজা সহ ৩শটি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব চলছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়তই টহল দিচ্ছে। প্রশাসনের উদ্যোগে মনিটরিং সেল করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তার জোরদার করা হয়। উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ পূজা মন্ডপ পরিদর্শন করছেন। এদিকে গত বছরের তুলনায় এবার চাউলের দাম কম । গত বছর প্রতিটি পূজা মন্ডপে ৫শ কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছিল। যার মূল্য ছিল ১৯ হাজার ৭শ ৫০ টাকা। রতন শীল জানায় এবার ৫শ কেজি চাল বরাদ্দ দেয়া হলও চালের মূল্য বাবদ প্রতিটি পূজা মন্ডপ ১৯ হাজার টাকা করে পেয়েছে। গত বছর প্রতি টন চালের মূল্য ছিল ৪০ হাজার টাকা।এবার চালের প্রতি টনের মূল্য ৩৮ হাজার টাকা ধরা হয়েছে। ফলে পূজা কমিটির নেতৃবৃন্দরা হতাশা প্রকাশ করেছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার যুগ্ন আহবায়ক রাহুল ধর জানায় পূজা মন্ডপে সন্ধ্যা হলেই ধীরে ধীরে লোকজন বাড়ছে। আনোয়ারা উপজেলার পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা পূজা মন্ডপের খোঁজখবর নিচ্ছে ও পরিদর্শন করছেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে