ভোলায় যৌথ বাহিনীর অভিযানে কারেন্ট জাল ও পলিথিন জব্দ

প্রকাশ | ০৯ অক্টোবর ২০২৪, ২০:৩৪

স্টাফ রিপোর্টার, ভোলা
ছবি : যায়যায়দিন

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, চরঘেড়া, বেহুন্দী, চাইনা চাইজাল, চায়না দুয়ারি জাল ও পলিথিন জব্দ করা হয়েছে। এদের মধ্যে ১০ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ২৫ হাজার মিটার চরঘেড়া, ৪ হাজার মিটার বেহুন্দী, ২৫০ পিস চায়না চাইজাল, ১৫০পিস চায়না দুয়ারি ও ২শ' কেজি পলিথিন রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৪১ লাখ ৯৫ হাজার টাকা বলে নিশ্চিত করেন নৌবাহিনী। এসময় জালের সাথে জড়িত দুইজনকে আটক করা হয়। 

আকটকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বুধবার দুপুরের  দিকে ভোলার ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় এক সংবাদ সম্মেলনে ভোলা নৌ কন্টিনজেন্টের অপারেশন অফিসার লে. মো: মুফতাদি উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী, কোষ্টগার্ড, উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তাসহ গতকাল মঙ্গলবার রাতে ভোলার চরফ্যাশন উপজেলার আঞ্জরহাট বাজারের ৬টি ও শশীভূষণ বাজারের ৪টি দোকানে তল্লাশী করে বিপুল পরিমাণ বিভিন্ন ধরণের অবৈধ  জাল ও পলিথিন জব্দ করা হয়। এসময় দুইজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও জব্দকৃত জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। 

যাযাদি/ এম