গলাচিপায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন

প্রকাশ | ০৯ অক্টোবর ২০২৪, ১৮:৪৪

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

‘যারা জাতির কারিগর, ১০ম গ্রেড তাদের অধিকার,’ ‘১ দফা ১ দাবি, প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড দিতে হবে’, ‘সকল শিক্ষক ঐক্য গড়ি, ১০ম গ্রেড বাস্তবায়ন করি’, ‘শিক্ষক আমি বাদশা নই, বাদশা গড়ার কারিগর’, ‘১০ম মোদের বায়না নয়, ১০ম হলো অধিকার’, বিভিন্ন শ্লোগানের আলোকে পটুয়াখালীর গলাচিপায় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে এক দফা দাবিতে মানববন্ধন করেছেন। 

বুধবার বেলা ১১টায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ, গলাচিপা এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মুখ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, ‘১০ম গ্রেড আমাদের অধিকার। আমাদের দাবি ন্যায্য দাবি। আমাদের ছাত্ররা অনেকেই এইসএসসি পাস করে ১০ গ্রেডে চাকরি করেন। আমরা কেন ১০ম গ্রেড পাবোনা।আমরা শিক্ষকরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বিশ^াস তিনি আমাদের দাবি মেনে নিবেন। দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।’

মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক সহকারী শিক্ষক মু. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান, মো. খবির হোসেন, মো. আসাদুল ইসলাম, শারমিন মালেক, মো. মিজানুর রহমান, মিমি রহমান, মো. মোস্তাফিজুর রহমান, মো. খলিলুর রহমান, মো. ফিরোজ আলম, মো. শাকিল হোসেন, রনজিৎ মন্ডল, তারিকুজ্জামান তাজ, নাদিরা বারেক দিবা, মো. আসাদ, মো. ইয়াসির আরাফাত রনি প্রমুখ।

যাযাদি/ এম