রায়গঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

প্রকাশ | ০৯ অক্টোবর ২০২৪, ১৮:৪১

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (৯ অক্টোবর) বিকেলে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান এ দণ্ড দেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভুইঁয়াগাতী ফুলজোড় নদী থেকে সরকারি অনুমতিবিহীন বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, বারবার সতর্ক করার পরেও বালু উত্তোলন অব্যাহত রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

যাযাদি/ এম