কলমাকান্দায় লেংগুরায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ

প্রকাশ | ০৯ অক্টোবর ২০২৪, ১৬:৫১

কলমাকান্দা(নেত্রকোণা) প্রতিনিধি
ছবি যাযাদি

অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে  নেত্রকোণা জেলার  কলমাকান্দা উপজেলার নদ নদীর পানিতে প্লাবিত হয় কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকা। সংকট দেখা দেয় বিশুদ্ধ পানি ও খাবার। অসুস্থ হয়ে পড়ে শিশুসহ সাধারণ মানুষ।

তারই ধারাবাহিকতায় বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামালের সার্বিক সহযোগিতায় আজ বুধবার   লেংগুড়া ইউনিয়ন পরিষদে দুপুর বারোটা থেকে বিকাল পাচঁটা পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ৫নং লেংগুড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া সহ লেংগুড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ।

এবিষয়ে জানতে চাইলে ৫নং লেংগুড়া  ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া বলেন, আমাদের নেতা জনাব ব্যারিস্টার কায়সার কামাল ভাইয়ের নির্দেশনায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আমার ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক লোক বিনামূল্যে ব্যাবস্থা পত্র ও ঔষধ নিয়েছে। সেইসাথে আমার ইউনিয়ন বাসী আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামাল ভাইকে ধন্যবাদ জানিয়েছে।

যাযাদি/এসএস