বদলগাছীতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ১০২ মণ্ডপে  দুর্গাপূজা শুরু

প্রকাশ | ০৯ অক্টোবর ২০২৪, ১৫:৩৭

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নওগাঁর বদলগাছীতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ১০২টি মণ্ডপে  দুর্গাপূজা উদযাপন শুরু হয়েছে।

৫ আগস্টের পর সারা দেশের প্রক্ষাপটে অন্তর্বর্তী সরকারের সময়ে বাংগালী হিন্দু সম্প্রদায়ের মন্দিরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বদলগাছী উপজেলার কোথাও কোনো এ ধরনের  ঘটনা ঘটেনি। অত্যন্ত সুন্দর পরিবেশে বেশ সময় ধরে কারিগরা তাদের প্রতিমা তৈরীর কাজ নির্বিঘ্নে শেষ করে পূজার কাজ আরম্ভ করতে পেরেছেন তারা। 

৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে তাদের পূজার কাজ আনুষ্ঠানিক ভাবে চলছে। এ উৎসবে আইনশৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন নিরাপত্তার কাজে ৬৪০ জন আনসার, ৫০ জন পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। তাছাড়াও যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে। 

এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ মো শাহজাহান বলেন, কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ৫০ জন পুলিশ ও যৌথ বাহিনীর টহল সব সময় আছে। বদলগাছী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন ৬৪০ জন আনসারকে নিরাপত্তার কাজে লাগানো হয়েছে।  পূজা উপলক্ষে এবার একদিন সরকারি ছুটিও বাড়ানো হয়েছে। আগামী রোববার দশমী পূজার মধ্য দিয়ে শেষ হবে।

যাযাদি/ এসএম