ঘোড়াঘাটে বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশ | ০৯ অক্টোবর ২০২৪, ১৪:০৬

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের বিশেষায়িত স্বাস্থ্য (গাইনী ও শিশু স্বাস্থ্য বিষয়ক) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ২২৪ জন রোগীকে চিকিৎসা ও পরামর্শ প্রদান করাসহ আগত রোগীকে পরিবার পরিকল্পনা দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ ও প্রকল্পের পক্ষ থেকে স্যানেটারী ন্যাপকিন প্রদান করা হয়।

আজ বুধবার সকাল ১১ টায় ওসমানপুর পিপিইপিপি-ইইউ প্রকল্প ইউনিটের আয়োজনে উপজেলার মাহালীপাড়া পিভিসিতে অনুষ্ঠিত ক্যাম্পের উদ্বোধন করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমদ ঈসা। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, মেডিকেল অফিসার ডা. বাসারাত নোয়েল।

এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প সমন্বয়কারী মোঃ ফিরোজ আহমেদ, টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) মোঃ মেহেদী হাসান, এটিও নিউট্রিশন মোঃ ফারুক হোসেন, এটিও লাইভলীহুড দীপক চন্দ্র রায় প্রমূখ।
    
যাযাদি/ এসএম