চৌহালীতে বিকল্প জীবিকারক জন্য ৩২ জেলেকে বকনা বাছুর বিতরণ

প্রকাশ | ০৯ অক্টোবর ২০২৪, ১৩:১০

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৩২ প্রান্তিক জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। 

বুধবার (৯ অক্টোবর ) সকালে চৌহালী উপজেলার মৎস্য কর্মকর্তা মো: তানভীর হাসান মজুমদারের  সভাপতিত্বে ও জৈষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনে প্রধান অতিথি হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ভার:) শওকত মেহেদী সেতু। এসময় থানার তদন্ত ওসি এম শাখাওয়াত হোসেন, নৌ পুলিশ ফাঁড়ির ওসি সামচুল ইসলাম, সমাজসেবা অফিসার মামুনুর রহমান ও আনসার ওভিডিপির প্রশিক্ষক আবদুল মান্নান মৃধা উপস্থিত ছিলেন । 

এদিকে বিতরণ সভায় (ভার:) ইউএনও শওকত মেহেদী সেতু  বলেন, জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষে বকনা বাচুর বিতরণ করা হলো। সুতরাং তারা যেন মা ইলিশ ধরা থেকে বিরত  থাকে নয়তো তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া  হবে।

যাযাদি/ এসএম