মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

বন্যা পরিস্থিতির অবনতি ফুলপুর উপজেলায়, নতুন এলাকা প্লাবিত 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৮ অক্টোবর ২০২৪, ২০:৩৫
ছবি : যায়যায়দিন

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) ভোর থেকে টানা তিনঘণ্টা মুষলধারে বৃষ্টি হওয়ায় উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টি বাড়লে বন্যা পরিস্থিতির আরও ভয়াবহ অবনতির আশঙ্কা রয়েছে।

জানা যায়, পৌর এলাকার সাহাপাড়া ও পাইকপাড়ায় কয়েকটি পূজামণ্ডপে পানি প্রবেশ করেছে। পূজার আয়োজন নিয়ে এলাকাবাসীর শঙ্কা দেখা দিয়েছে। রোববার (৬ অক্টোবর) থেকে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়।

শেরপুর থেকে নেমে আসা পানি মালিঝি ও কংস নদী হয়ে পানি উপজেলার ছনধরা ইউনিয়ন দিয়ে প্রবেশ করে। সোমবার বিকেল থেকে ছনধরা ইউনিয়নে পানি কমতে শুরু করে। কিন্তু সিংহেশ্বর, ফুলপুর পৌরসভা, সদর ও বালিয়া ইউনিয়নে আজ নতুন করে ১৬টি গ্রাম প্লাবিত হয়। এ নিয়ে উপজেলাটিতে প্রায় ৪০ গ্রামে অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে।

সদর এলাকার বাসিন্দা উদয় সরকার জানান, গত রবিবার থেকে বাড়িঘরে পানি ঢুকছে। বৃষ্টি হওয়ায় এ অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. বি. এম. আরিফুল ইসলাম জানান, বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা রয়েছে। নতুন করে ১৬টি গ্রাম প্লাবিত হয়েছে। বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে