মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

বারহাট্টায় উপজেলা প্রশাসন কর্তৃক বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি
  ০৮ অক্টোবর ২০২৪, ১৯:৪৭
ছবি যাযাদি

নেত্রকোণার বারহাট্টায় রায়পুর ও সাহতা এই দুই ইউনিয়নের বন্যা দুর্গত অসহায় পরিবারের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গল বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই ইউনিয়নের বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। বন্যায় দুর্গত পরিবারের সহায়তা স্বরূপ রায়পুর ইউনিয়নের দুই শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১০টি পরিবারে মাঝে শুকনো খাবার ও সাহতা ইউনিয়নের বন্যায় কবলিত ১০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। একই সাথে উপজেলা জনস্বাস্থ্য অফিস কর্তৃক পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়দুল্লাহ, জনস্বাস্থ্য অফিসার বিদ্যু মিয়া, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু প্রমুখ। এছাড়াও রায়পুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য, স্থানীয় এলাকার গণ্যমান্যসহ অনেকেই উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি বলেন, উজান থেকে নেমে আসা পানি ও টানা বৃষ্টির ফলে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নি¤œাঞ্চল তলিয়ে গেছে। বন্যার্তদের সহায়তায় করতে বারহাট্টা উপজেলা প্রশাসন সর্বদায় বন্যার্তদের পাশে রয়েছে। পর্যায়ক্রমে বন্যা দুর্গত প্রতিটি ইউনিয়নে এ ত্রাণ বিতরন করা হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে