মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

মাদারীপুরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
  ০৮ অক্টোবর ২০২৪, ১৬:১৪
ছবি যাযাদি

মাদারীপুরে র‌্যালি, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসপালিত হয়েছে। রাইটস যশোরের আয়োজনে ও উইনরক ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় মাদারীপুর সদরের চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে দিবসটির আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথমে ছাত্র, ছাত্রী ও শিক্ষকদের নিয়ে র‌্যালি আয়োজন করা হয়। পরে বাল্য বিবাহ ও মানব পাচার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা শেষে “কন্যা শিশুর স্বাধীনতা না থাকাই বাল্যবিবাহের অন্যতম কারণ” বিষয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সরদার আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন অবিভাবক সদস্য আঃ মান্নান ফরাজি, দাতা সদস্য মোঃ শফিউর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার মোঃ বায়জীদ মিয়া এবং অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আল মামুন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে