মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

বরুড়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা যানজট ও পয়ঃনিষ্কাশন বিষয়ক মতবিনিময় সভা

বরুড়া প্রতিনিধি
  ০৮ অক্টোবর ২০২৪, ১১:৩৪
ছবি: যায়যায়দিন

কুমিল্লার বরুড়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, খাল পরিস্কার ও পয়ঃনিষ্কাশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বরুড়া উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও বরুড়া পৌরসভার প্রশাসক নু-এমং মারমা মং এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আহমেদ হাসান, বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিনুর রহমান, বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া পৌরসভা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাজী মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, বরুড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ। এসময় বরুড়া পৌরসভার বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন বরুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন, দেলোয়ার হোসেন, বরুড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আহমদিয়া এন্টার প্রাইজ এর সত্তাধিকারী মোঃ মাহবুব আহমেদ, জসিম উদ্দিন, বরুড়া পৌরসভা ইজারাদার নাছির উদ্দিন মিহির, বরুড়া উপজেলা ছাত্র দলের আহবায়ক মোস্তাকিম পাটোয়ারী, পৌরসভা ছাত্র দলের আহবায়ক তৌকির আলম পাবেল, সদস্য সচিব নজরুল ইসলাম সাদ্দাম।

সভায় বাজারের ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধি সহ সাংবাদিকবৃন্দ বরুড়া বাজারের বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, ফুটপাত দখল মুক্ত,পয়নিষ্কাশন সহ বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরেন। সকলের মতামতের ভিত্তিতে পরিশেষে উক্ত সভার সভাপতি উপজেলা নির্বাহি কর্মকর্তা নু-এমং মারমা মং বলেন, অতিদ্রুত বাজার মনিটরিং করা হবে। মোবাইল কোর্টের মাধ্যমে যানজট নিরসন সহ ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হবে।তার আগে মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে জানিয়ে দেয়া হবে।পাশাপাশি পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতির জন্য সকল ড্রেন পরিস্কার সহ জলাবদ্ধতা নিরসনে দ্রুত কাজ করার পদক্ষেপ নেওয়া হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে