মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

পূর্বধলায় ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  ০৭ অক্টোবর ২০২৪, ২১:২৮
ছবি : যায়যায়দিন

নেত্রকোণার পূর্বধলায় ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী সম্পন্ন হয়েছে।

আজ সোমবার সমাপনী দিনে উপজেলা পরিষদ চত্ত্বরে কাবাডি ও দাবা খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবু বকর সিদ্দিক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল লতিফ মাসুদ, বাংলাদেশ শিক্ষক সমিতি, পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মো: বদরুজ্জামান, পূর্বধলা জগৎমণি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরে আলম সিদ্দিকী মামুন, মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল ওয়াহাব, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মোস্তফা, ধারা দাখিল মাদরাসার সুপার মো: হাবিবুর রহমান খান, দেওটুকোণ আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র সরকারসহ অন্যান্য প্রধান শিক্ষক শরীরচর্চা শিক্ষকবৃন্দ।

এর আগে গত রবিবার ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। প্রথম দিয়ে সাঁতারের বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উপজেলার মাধ্যমিক, দাখিল মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ খেলায় অংশ গ্রহন করে। সমাপনি দিনে কাবাডি ও দাবা খেলায় প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে