চৌগাছায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়  

প্রকাশ | ০৭ অক্টোবর ২০২৪, ২১:২৫

চৌগাছা (যশোর) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

যশোরের চৌগাছা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দের সাথে উপজেলা শারদীয় দূর্গা পূজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিাত হয়।

এতে সভাপতিত্ব করেন  উপজেলা জামায়াতের  আমির মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা জামায়াতের নায়েবী আমির যশোর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্রপাল, উপজেলা জমায়াতের নায়েবী আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান আল মামুন,প্রেসক্লাব চৌগাছায় সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার কামালআহমদ।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা গিয়াস উদ্দিনের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা পূজা উৎযাপন পরিষদের নেতা অধ্যাপক প্রদীপ কুমার রায়, সিংহঝুলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌয়ুর চন্দ্র। গোবিন্দ রাহা দে, অনন্ত সরকার প্রমুখ।

এ উপলক্ষে চৌগাছাউ পজেলার ২৭টি পূজা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক ও হিন্দু সম্প্রদায়ের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

যাযাদি/ এম