সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

১০ম গ্রেডের দাবিতে টেকনাফে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

টেকনাফ প্রতিনিধি
  ০৭ অক্টোবর ২০২৪, ২০:০৪
ছবি : যায়যায়দিন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টেকনাফ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ।

সোমবার (৭ অক্টোবর) উপজেলা প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল নোমানের সমন্বয় ও সঞ্চালনায় বক্তব্য রাখেন নুরুল আলম আজাদ, এনাম উল্লাহ, সুনিয়া বড়ুয়া এবাদুল হক, মোঃ সোহেল।

উক্ত মানববন্ধন প্রতিনিধিত্ব করেন, সাইফুল ইসলাম, মুফিজুল ইসলাম, মোঃ ইসহাক, মোঃ উল্লাহ, আব্দুল হক, জুলফিকুর রহমান, আলী আকবর সাজ্জাদ'সহ উপজেলার ৬৪টি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক সহকারী শিক্ষকবৃন্দ।

মানববন্ধন কর্মসূচিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকরা বলেন, ১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার, তাই স্লোগানে ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান, দাবি মানা না হলে আরো বৃহত্তর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে