সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

সাঁথিয়ায় শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সাঁথিয়া (পবানা) প্রতিনিধি
  ০৭ অক্টোবর ২০২৪, ১৯:৪০
ছবি যাযাদি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি দিয়েছে পাবনার সাঁথিয়া উপজেলার সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দ।

সোমবাব (৭ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় সাঁথিয়া উপজেলা পরিষদ চত্বর গেটে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন।

মানববন্ধন কর্মসূচি শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম এর কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন।

এর আগে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ ও সাইফুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য দেন জসিম উদ্দিন, মো: শরিফুল ইসলাম,মোঃ হারুন অর রশিদ, ইকবাল বাহার, বকুল খন্দকার, হামীম রেজা, সুলতান মাহমুদ, নাসির উদ্দীন, জাহিদুল ইসলাম, হেলাল উদ্দিন, মোঃহালিমুজ্জামান, সাজিদ, মাসুম,আঃ হাই প্রমুখ।

মানববন্ধনে শিক্ষক নেতারা অভিযোগ করে বলেন, একই যোগ্যতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও তারা তৃতীয় শ্রেণির গ্রেডে বেতন পাচ্ছেন। অথচ তাদের সমান যোগ্যতায় অনেকেই ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। এটা স্পষ্টতই একটা বড় বৈষম্য। যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে