সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

সৈয়দপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানহসহ ১১ জন গ্রেপ্তার 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ০৭ অক্টোবর ২০২৪, ১৭:৩৪
ছবি : যায়যায়দিন

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নীলফামারীর সৈয়দপুরে বিএনপি অফিস ভাঙচুর ও আগুন দেওয়ার মামলায় সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার সহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরমধ্যে চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকারকে রোববার (০৬ অক্টোবর) রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি দলিল লেখক হিসেবে কাজ করতেন। চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকারকে সোমবার (৭ অক্টোবর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এছাড়া এ মামলায় এ পর্যন্ত ১০ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। রোববার (৬ অক্টোবর) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পূর্ব বোতলাগাড়ীর মৃত. সোলেমান আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী আব্দুল হান্নান শাহ (৪৯), শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকার মৃত. জাবেদ হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান সানি (২৫), শহরের কয়ানিজপাড়ার মজিবর রহমানের ছেলে আওয়ামী লীগ কর্মী আরশেদ আলো (৪৫), কয়া-গোলাহাট ডাঙ্গাপাড়ার মৃত. শাহাজ উদ্দিনের ছেলে কৃষকলীগ নেতা মো. শামসুল হক (৪৮), বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী তহশিলদারপাড়ার মৃত. জালাল উদ্দীনের ছেলে আওয়ামী লীগ নেতা রবি সরকার (৫৩), খাতামধুপুর ইউনিয়নের ঠনঠনিয়া পাড়ার আব্দুল গফুর এর ছেলে তাঁতী লীগের নেতা রেজাউল করিম (৪৯)।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে