সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

ঘোড়াঘাটে ২৯টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা

মো.শফিকুল ইসলাম শফি, ঘোড়াঘাট প্রতিনিধি
  ০৭ অক্টোবর ২০২৪, ১২:২৫
ছবি: যায়যায়দিন

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা। এ বছর দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ১১ টি, বুলাকীপুর ইউনিয়নে ৫ টি, পালশা ইউনিয়নে ৩টি ও সিংড়া ইউনিয়নের ১০ টি সহ মোট ২৯টি মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর মন্দির গুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

পূজা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ২৯টি মন্দিরে প্রতিমা তৈরীর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। কারিগররা হাতের নিপুণ ছোঁয়া ও মনের মাধুরী মিশিয়ে তৈরী করেছেন লক্ষী, গনেশ, দুর্গা, কার্তিক,স্বরসতী, সহ নানা ধরনের প্রতিমা। প্রতিমাগুলোতে বর্তমানে কারিগররা তুলির শেষ আঁচর আঁকতে ব্যস্ত সময় পার করছেন। ৯ অক্টোবর পূজা শুরু হয়ে ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া জানান, শান্তিপূর্ণ পুজা উদযাপনে মন্দির গুলোতে সরকারিভাবে ইতিমধ্যে ৫শ কেজি করে চালের বরাদ্দ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম জানান, দুর্গা পূজা সফলভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। মন্দিরগুলোতে অস্ত্রধারী পুলিশ ও আনসার সদস্য এবং লাঠিধারী পুরুষ মহিলা সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও মন্দির কমিটির দায়িত্বে স্বেচ্ছাসেবকগণ আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে সহযোগি হিসেবে পুজা মণ্ডপ গুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে