সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  ০৭ অক্টোবর ২০২৪, ১১:৪১
ছবি: যায়যায়দিন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা হয়েছে। 'জন্ম-মৃত্যু নিবন্ধন-আনবে দেশে সুশাসন' এ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপ- পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ এস এম মাহমুদুর রশিদ। চাঁপাইনবাবগঞ্জে জন্ম-মৃত্যু নিবন্ধনের তথ্য পর্যালচনা করে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন।

জন্ম নিবন্ধন রেজিষ্ট্রেশন বিষয়ে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবু হেনা মোঃ আতাউল হক কমল, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, ঝিলিম ইউপি'র সচিব মৃনাল কান্তি পাল, নবাবগঞ্জ পৌরসভার স্যানেটারী সহকারী পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মোস্তফা, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোঃ আল আমিন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ গোলাম মোস্তফা, জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুর রশিদ, সহকারী কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন, ঝিলিম ইউপি চেয়ারম্যান গোলাম লুৎফল হক, ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন,

গোবরাতলা ইউপি প্যানেল চেয়ারম্যান-১ মোঃ নুরুল ইসলাম, চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাহিদ রানা (টিপু), গোবরাতলা ইউনিয়ন পরিষদের সচিব রাকিমুল করিমসহ সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও প্রশাসনিক কর্মকর্তাগণ, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন।

জুলাই ২০২৩ হতে-মে/২০২৪ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধন অগ্রগতির অর্জন জন্ম-৬৮% মৃত্যু-৭৯%। জন্ম-মৃত্যু নিবন্ধনের হার অনুযায়ী বাংলাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা অষ্টম স্থানে রয়েছে বলেও জানানো হয় সভায়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে