রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

জলঢাকায বন্ধু মহল ফাউন্ডেশন এর উদ্যোগে বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
  ০৬ অক্টোবর ২০২৪, ১৮:৫৩
ছবি যাযাদি

নীলফামারীর জলঢাকায় এসএসসি /৯৫ ব্যাচ বন্ধুদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন বন্ধু মহল ফাউন্ডেশন"র উদ্যোগে এ অঞ্চলের অসহায় দুস্থ্য পরিবারের ২৫৮ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে।

শনিবার সারাদিন ব্যাপী জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে রংপুর চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধায়নে বিনামূল্যে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন,বন্ধু মহল ফাউন্ডেশন"র পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক শাহিদুজ্জামান শাহিদ। এসময় সংগঠনটির ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন ও নিলাম্মর রায় উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভাপতি তাজুল ইসলাম,

সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লেবু (সাংবাদিক),তথ্য ও সম্প্রচার সম্পাদক মোশফিকুর রহমান মিজু, সোলায়মান গণী স্টালিন,বেলাল হোসেন, নুর আমীন সহ অনেকে।

এছাড়াও রংপুর চক্ষু হাসপাতালের এমডি বুলবুল আহম্মেদ, সেক্রেটারি জাহিদ ইসলাম, ডাঃ সামিউল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

চক্ষু শিবির অনুষ্ঠানে উপজেলার ২৫৮ জন রোগী অংশ নিলে তাদের মধ্যে ৫৮ জনকে তাদের চোখের ছানি অপারেশন করার জন্য রংপুর চক্ষু হাসপাতালে নেওয়া হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে