বরিশালে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ১৭:৩৬

বরিশাল অফিস
ছবি : যায়যায়দিন

বরিশালে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। “জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন” এই ¯স্লোগানে নিয়ে  রোববার (৬ অক্টোবর) সকাল ১০টায় বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন’র সভাপতিত্বে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। 

এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক গৌতম বাড়ৈ, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গির হোসাইনসহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। 

যাযাদি/ এম