মাদারীপুরে ইলিশ সম্পদ উন্নয়নে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত

প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ১৭:০২

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
সংগৃহীত ছবি

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ বাস্তবায়ন উপলক্ষ্যে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা রোববার সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার। মাদারীপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ্র, নুসরাত আজমেরী হক, মো. নাজমুল হাসান, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মুরসালি, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মামুন, মাদারীপুর জেলা মৎস কর্মকর্তা মো: হাদিউজ্জামানসহ তিন উপজেলা মৎস কর্মকর্তাসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।  

যাযাদি/এসএস