নিয়ামতপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ১৭:০১

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
ছবি যাযাদি

নওগাঁর নিয়ামতপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ পালিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে র‍্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ সভাপতিত্ব করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার, মোসাদ্দিকুর রহমান, শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা রাসেল রানা, ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ প্রমূখ।

আলোচনা সভায় সকল ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে গুরুত্বের সাথে যাচাই-বাছাই সাপেক্ষে  জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজ সম্পূর্ণ করতে নির্দেশনা দেওয়া।

যাযাদি/এসএস