বিএনপির নাম ভাঙ্গিয়ে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করলে তাদের ছাড় দেওয়া হবে না -রিপন মল্লিক

প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ১৬:৫৬

টঙ্গীবাড়ি ( মুন্সীগঞ্জে) প্রতিনিধি
ছবি যাযাদি

টঙ্গীবাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাম ভাঙ্গিয়ে কেউ অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, জমি দখল, চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকান্ড করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি আলী আজগর রিপন মল্লিক। শনিবার তিনি বিক্রমপুর টঙ্গীবাড়ি সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সাংবাদিকদের কাছে এ কথা বলেন। তিনি বলেন ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাত্রা শুরু করেন। ১৯৯১-১৯৯৬ইং এবং ২০০১-২০০৬ইং সালে তিন বার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর দায়ীত্ব পালন করেন। তারই সুযোগ্য পুত্র বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও সুসগঠিত হয়ে শক্তিশালী হয়েছে। দলের সুনাম রক্ষার্থে আমি সবসময় এই উপজেলায় কাজ করে আসছি। হাসিনা সরকারের আমলে আমি বিভিন্ন সময়ে মামলা-হামলার স্বীকার হয়েছি। একটি মহল আমার বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় এ্ উপজেলার সাধারণ মানুষ ও বিএনপি নেতা কমিরা নানা কমসূচির মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আপনাদের মাধ্যমে আমি স্পষ্ট করে বলতে চাই, বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। কেউ যদি ব্যক্তিগতভাবে দলীয় নির্দেশ অমান্য করে কোন অপকর্মে লিপ্ত হয়, তাহলে সেই দায় দল বা আমি নেবো না। আমি দল থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করবো এবং তাদের বিচারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবো।


যাযাদি/এসএস