ধর্মপাশায় চাঁদাবাজির অভিযোগে সাবেক এমপি রতনের ভাই গ্রেপ্তার

প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ১৬:২১

ধর্মপাশা- মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছবি যাযাদি

সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের আপন বড়ভাই ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মাসুদ (৬০)কে চাঁদাবাজির অভিযোগে শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে  উপজেলার গাছতলা বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নওধার গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন মাসুদ উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক  পদে রয়েছেন। তাঁর আপন ছোট ভাই মোয়াজ্জেম হোসেন রতন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে উপজেলার পাইকুরাটি বাজারে অটোরিকসা স্ট্যান্ডে যানবাহনের চালকদের কাছ থেকে তাঁর নির্দেশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চাঁদা আদায় কার্যক্রম চলে আসছিল।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, অটোরিকসা স্ট্যান্ডে যানবাহনের চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের ঘটনায় জড়িত থাকায় থানার একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আজ দুপুরে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

যাযাদি/এসএস