রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

কক্সবাজারে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
  ০৬ অক্টোবর ২০২৪, ১৫:৩৭
ছবি: যায়যায়দিন

কক্সবাজার সদরে বনবিভাগের এক কর্মকর্তার কাছে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় মোগাম্মদ শরীফ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতার যুবক কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক দাবিদার মনির খানের সহযোগী এবং মামলার প্রধান আসামি।

শনিবার সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের জুমছড়ি এলাকায় অভিযানকালে তাকে আটক করা হয়।

গ্রেফতার মোহাম্মদ শরীফ (২২) একই এলাকার মোহাম্মদ হাছনের ছেলে। ঘটনার সময় তিনি বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে জানান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক ) মো. জসিম উদ্দিন।

মামলার অপর আসামি মনির খান (২৩) কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের তেতৈয়া এলাকার মো. গুরাপুতুর ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে