দোয়ারাবাজারে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ১৫:০৪

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’-এই প্রতিপাদ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। 

রোববার (৬ অক্টোবর) সকালে এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ,উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

যাযাদি/ এসএম