শার্শায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ১৪:২১

শার্শা (যশোর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

যশোরের শার্শায় কিশোরীদের মাঝে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্কুল পড়ুয়া কিশোরীদের বয়সন্ধিকালীন রোগ-বালাই, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক সম্পর্কে সচেতনতার লক্ষ্যে এই প্রশিক্ষণ দেয়া হয়। দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায় এর অধীনে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড এই প্রশিক্ষণের আয়োজন করে।

রোববার (৬ অক্টোবর ) দুপুর ১২ টায় উপজেলার বাহাদুরপুর  মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা নির্বাহি অফিসার কাজি নাজিব হাসানের সভাপতিত্বে এসম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)'র মহাপরিচালক আ: গাফ্ফার খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  (ইরেসপো) ২য় পর্যায়ের প্রকল্প পরিচালক মোহাম্মদ রাশেদুল আলম,পজীপ-৩য় পর্যায়ের প্রকল্প পরিচালক আলাউদ্দিন সরকার, যশোর বিআরডিবি উপপরিচালক বি এম কামরুজ্জামান,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম শাখির উদ্দিন, সহকারী পল্লী উন্নয়ন অফিসার নাসিম উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।

অনুষ্ঠান শেষে শতাধিক কিশোরীর মাঝে স্যানেটারি ন্যাপকিন ও চেক বিতরণ সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

যাযাদি/ এসএম