রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

কালীগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  ০৬ অক্টোবর ২০২৪, ১২:৩৬
ছবি: যায়যায়দিন

গাজীপুরের কালীগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে "জন্ম-মৃত্য নিবন্ধন আনবে দেশে সুশাসন" প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ইমাম রাজী টুলু।

এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ হাওলাদার, শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, পৌর কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান-সচিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে