রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
  ০৬ অক্টোবর ২০২৪, ১১:২৬
ছবি: যায়যায়দিন

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় "শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টার সময় বিশ্ব শিক্ষক উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার শিক্ষক মন্ডলী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অংশ গ্রহণে একটি র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বলেন,শিক্ষকতা হল সম্মানের পেশা। জাতি গঠনে শিক্ষকের অবদান অন্যতম।

উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন, নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তারসহ উপজেলার সরকারী -বেসরকারী প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা উক্ত র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে