শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

শার্শা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারীসহ আটক ৪

শার্শা (যশোর) প্রতিনিধি
  ০৫ অক্টোবর ২০২৪, ২০:০৩
ছবি : যায়যায়দিন

যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বাংলাদেশি চার নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এরমধ্যে একজন পুরুষ ও ৩ জন নারী রয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকালে সীমান্তের পার্টভূলট এলাকার একটি মাঠের তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মাগুরা জেলার শ্রীপুর থানার কুপোরিয়া গ্রামের গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জুশ্রী জোয়ারদার (৩৭) ও একই জেলার কুপোরিয়া গ্রামের বিনয় জোয়ারদারের মেয়ে দিঘি জোয়ারদার (১৪), বাগেরহাট জেলার পাতিলাখালী গ্রামের সঞ্জয় শিকদার মেয়ে অর্পিতা শিকদার (৩০) ও একই জেলার কচুয়া থানার শাখারগাজী গ্রামের শচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস (২০)।

বিজিবি জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন চারজন নারী-পুরুষ অবৈধভাবে পাচভূলট সীমান্ত এলাকার একটি মাঠ দিয়ে ভারতে যাচ্ছে। এমন খবরে বিজিবির একটি দল ওই এলাকায় গোপনে অবস্থান নেয়। এসময় ওই মাঠ দিয়ে ভারতের যাওয়ার সময় তিন জন নারী ও একজন পুরুষকে আটক করেবিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার (পিএসসি) জানান, অবৈধভাবে পাঁচভুলট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা খানায় সোপর্দ করা হয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে