শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

দাবি না মানলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধের ঘোষণা সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের

স্টাফ রিপোর্টার কুমিল্লা
  ০৫ অক্টোবর ২০২৪, ১৯:৫৫
ছবি যাযাদি

দাবি না মানলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। দশম গ্রেডে বেতন ভাতা ও দ্বিতীয় শ্রেণীর সমমর্যাদার জন্য চলমান আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি ঘোষণা করা হবে জানানো হয়। শনিবার (৫ অক্টোবর) কুমিল্লার রামমালার সার্ভে ইনস্টিটিউটে ছাত্র পেশাজীবী সমাবেশে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম।

এ সময় সার্ভে ডিপ্লোমাধারীদের এই নেতা আরো বলেন, পূর্বে অর্ধ দিবস কর্মবিরতি ও ধর্মঘট থাকলেও সোমবার মঙ্গলবার তা পূর্ণ দিবস কর্মবিরতি ও ধর্মঘট পালন করা হবে। এরপরও যদি দাবি না মানা হয় তাহলে আমরা মহাসড়ক অবরোধ করবো। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা তাদের দাবি জানাবে। সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার বাস্তবায়নে এই কর্মসূচি নেয়া হয়েছে। এ সময় সারাদেশ থেকে আশা সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও বিভিন্ন সার্ভ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা স্লোগান দিয়ে তাতে সম্মতি জানান।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেড বাস্তবায়ন ও দ্বিতীয় শ্রেণীর সমমর্যাদার দাবি নিয়ে আন্দোলন করছে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। গত মঙ্গলবার থেকে তিন দিন অর্ধ দিবস কর্মবিরতি ও জেলা প্রশাসকদের নিকট স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারীরা। এতে ফলপ্রসূ কোন সম্ভাবনা না দেখে তীব্র আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিএসইবি) যুগ্ম মহাসচিব কবির আহম্মদ, প্রধান অতিথি ছিলেন আইডিএসইবি মহাসচিব মো. মাঈনুল হক চৌধুরী দুলাল, বিশেষ অতিথি ছিলেন উপসহকারী সেটেলমেন্ট অফিসার কল্যাণ সমিতির সভাপতি আবু জাফর, সহ-সভাপতি মাহবুবুর রহমান, আইডিএসইবি সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ মিরাজ হোসেনসহ বিভিন্ন সার্ভ ইনস্টিটিউট এর শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন সরকারি দফতরের সার্ভে ডিপ্লোমাধারী কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় বক্তব্যে আহবায়ক শরিফুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সার্ভ ইনস্টিটিউটে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আন্দোলনে গিয়ে আমাদের শিক্ষার্থীরা হতে হয়েছে। অনকে গুলি খেয়েছে। এই সার্ভ ইনস্টিটিউটে প্রতিবাদের ঝড় উঠেছিল। কিন্তু ৯০ দশক থেকেই সকল সরকার সার্ভে ডিপ্লোমাধারীদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে। এবার আমরা মরণপণ লড়াই করে হলেও আমাদের অধিকার আদায় করবো। তার জন্য আমরা রক্ত দিতেও রাজি আছি। যেই হাত দিয়ে আমরা দেশের সেবা করি এই হাত দিয়ে নিচিত্রের অধিকারও রক্ষা করতে পারবো, ইনশাআল্লাহ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে