গোসাইরহাটে আইনশৃংখলার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ওসির পথসভা

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৪, ১৯:০৯

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

এলাকায় ঘুরে ঘুরে পথসভা করে মানুষকে উদ্বুদ্ধ করছেন শরীয়তপুরের গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদ আলম। 

শনিবার (৫ অক্টোবর) বিকালে নলমুড়ী ইউনিয়নের খুনেরচর বাজার ও কোদালপুর ইউনিয়নে মা ইলিশ ও আইনশৃংখলার পরিস্থিতি স্বাভাবিক, মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত  পথসভা করেন৷

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদ আলম বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এ আইন অমান্য করলে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে?

ওসি আরো বলেন, গোসাইরহাট উপজেলার সুষ্ঠু পরিবেশ , আইনশৃংখলার পরিস্থিতি স্বাভাবিক, মাদকমুক্ত, সন্ত্রাস , এবং ডাকাতমুক্ত করতে স্থানীয় জনগণ, সুশীল সমাজের সহযোগিতা কামনা করেছেন। এই উপজেলাকে মাদক, সন্ত্রাস, ও ডাকাতমুক্ত করতে ওসির পথসভা৷

পথসভায় আরো উপস্থিত ছিলেন, থানার আইনসৃঙ্খলা বাহিনী, সাংবাদিক সহ এলাকাবাসি প্রমুখ৷

যাযাদি/ এম