পাইকগাছায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৪, ১৯:০১

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

খুলনার পাইকগাছায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।  

শনিবার সকালে র‍্যালি শেষে  জিরোপয়েন্টস্থ নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সরদার বদিউজ্জামানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দীপক চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়  বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিছুর রহমান, প্রধান শিক্ষক মাওলানা শামসুর রহমান,  শামীম হোসেন, শিক্ষক  হাফিজুর রহমান, বাবর আলী গোলদার, বরুন কান্তি বিশ্বাস, শিব শংকর রায়, সুদীপ্ত কুমার সরকার, বিধান চন্দ্র মন্ডল, স্বপন কুমার ঢালী, দিলিপ কুমার গাইন, সুব্রত কুমার সানা, সুব্রত দাশ, সজ্ঞয় কুমার মন্ডল, উদয় কুমার, আবুল হাসান, ওবায়দুল্লাহ, রাবিন্দ্র নাথ বিশ্বাস, রফিকুল ইসলাম, শংকর কুমার বিশ্বাস ও আমিনুল ইসলাম। অপরদিকে ফসিয়ার রহমান মহিলা কলেজের এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন সহ সকল শিক্ষকরা অংশগ্রহণ করে। 

যাযাদি/ এম