শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

কটিয়াদীতে পুর্জা মন্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন

কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ০৫ অক্টোবর ২০২৪, ১৯:০০
ছবি : যায়যায়দিন

কিশোরগঞ্জের কটিয়াদীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ।

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, কটিয়াদী উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, কটিয়াদী প্রেসক্লাবের আহবায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বিপ্লব কুমার সাহা, সদস্য সচিব ধ্রুব রঞ্জন দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ, দৈনিক যায়যায়দিন উপজেলা প্রতিনিধি মাসুম পাঠান প্রমূখ।

পুজা মন্ডপ গুলি হচ্ছে করগাঁও ইউনিয়নের শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির, ধুলদিয়া ইউনিয়নের শিবনগর সার্বজনীন দুর্গা মন্দির, বেড়াটি সাহাপাড়া সার্বজননীন দুর্গা মন্দির, ধুলদিয়া সার্বজনীন দুর্গা মন্দির ও মুমুরদিয়া ইউনিয়নের আনন্দময়ী যুব সংঘের আয়োজিত পূজা মন্ডপ পরিদর্শন করেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে